সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের সিঙ্গেরকাছ চৌধুরী বাজারে চেয়ারম্যান পদে নৌকা মার্কার মনোনয়ন পেতে দলীয় ও নিজের সমর্থনের লোকবল নিয়ে বিশাল গণসংযোগ করছেন বর্তমান মেম্বার মোহাম্মদ ওয়াহাব আলী। .
নির্বাচন কমিশনের তপশিল ঘোষণার পর বিশ্বনাথ উপজেলাধীন ৫ নং দৌলতপুর ইউনিয়নের নৌকা প্রতীকের প্রত্যাশী - চেয়ারম্যান পদপ্রার্থী " ১৭ বছরের সফল মেম্বার " জননেতা মোহাম্মদ ওয়াহাব আলীর বিশাল গণসংযোগ " সিঙ্গেরকাছ চৌধুরী বাজারে " ২ রা জুন ২০২৩ ইং শুক্রবার অনুষ্টিত হয়েছে।.
প্রায় পাঁচশতাধিক কর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষী এবং বাংলাদেশ আওয়ামীলীগের ইউনিয়ন শাখার অঙ্গ সংগঠনের নেতাকর্মী নিয়ে বিশাল গাড়ি বহর সহ বিকাল ৩ ঘটিকায় ইউনিয়নের ১,২,৩,৪ নং ওর্য়াডের ঐ বাজারে গণসংযোগ লিপলেট বিতরণ ও শোডাউন পালন করা হয় ।.
উলেখ্য যে, বিশ্বনাথের ৫ ইউনিয়ন পরিষদ নির্বাচন ১৭ জুলাই ব্যালেটের মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।.
গত বুধবার (৩১ মে) নির্বাচন কমিশনের (ইসি) উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত নির্বাচনের তফসিল সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। বিষয়টি নিশ্চিত করেন বিশ্বনাথ উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম সারওয়ার।.
ইসির ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৮ জুন, মনোনয়নপত্র বাছাই ১৯ জুন, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ও প্রতিক বরাদ্দ ২৫ জুন এবং ভোট গ্রহণ করা হবে ১৭ ই জুলাই।. .
ডে-নাইট-নিউজ / নিজেস্ব প্রতিবেদক
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
আপনার মতামত লিখুন: